Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

V ইউনিসেফ, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন

ইউনিয়ন পর্যায়ে এর কোন অফিস নাই । উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে এর কার্যক্রমগুলো পরিচালিত হয় । এ অফিস পল্লী এলাকায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো নির্মান ও কারিগরী সহায়তা প্রদান করে থাকে । এই অফিসের উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো, নিরাপদ পানির উৎস স্থাপন, পানির গুনগত মান পরীক্ষা, স্যানিটেশন সামগ্রী উৎপাদন, বিক্রয় ও বিনামূল্যে বিতরণ, নলকুপ মেরামত করন, নলকুপের খুচরা যন্ত্রাংশ বিক্রয়, উদ্ধুদ্ধকরণ, ডিজিটাল পদ্ধতিতে পানির উৎস সনাক্তকরনের  জন্য স্বতন্ত্র জিওকোড প্রদান ইত্যাদি। 

গ্রামীন পানি সরবরাহ প্রকল্প:

নলকূপ প্রদানের জন্য প্রদানের জন্য একটি কমিটি থাকে । উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এই কমিটির অন্তর্ভুক্ত আর উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) হল এর সদস্য সচিব । নলকূপ সংখ্যা উল্লেখ করে জনগনের নিকট দরখাস্ত আহবান করা হয়। কমিটির মাধ্যমে তা নির্বাচন করে তা বিতরণ করা হয় ।

সমগ্র নলকূপ সংখ্যার উপর  প্রদানের জন্য মন্ত্রীর ৫০% ও অন্যান্যদের ৫০% বরাদ্ধ  থাকে ।